চলুন মাসুদের পাশে দাঁড়াই

রাসূলুল্লাহ (সা.) আরও  বলেন, ‘আল্লাহতায়ালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে।’ (মুসলিম, হাদিস : ২৩১৪)

 

মাসুদকে হেপাটাইটিস সি থেকে বাঁচাতে জরুরি সহায়তা প্রয়োজন!

চট্টগ্রামের নাজিরহাটের মাসুদ পারভেজ (৪২) ক্রনিক হেপাটাইটিস সি রোগের সাথে লড়াই করছেন। তার তিন শিশুসন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত। চিকিৎসার জন্য ৮৪ দিনের ভেলপানেক্স ট্যাবলেট প্রয়োজন, যার প্রতিটির দাম ১,০০০ টাকা (মোট ৮৪,০০০ টাকা)।

 

✅ ১টি ট্যাবলেট। দাম ১০০০ টাকা। কেউ একাই পারেন ৮৪টি ট্যাবলেট কিনে দিতে।
✅ চাইলে ২জন/১০ জন/১২ জন/২০ জন/৮৪ জন মিলে মোট দায়িত্বটাকে সমান সমান অথবা যার যেমন সুবিধা ভাগ করে নিলে কিন্তু তাদের মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে যায়।
✅ এমনকি ১০০০ জন যদি ৮৪ টাকা করে সাদাক্বাহ করেন।
✅ বা ১২০০০ জন ৭ টাকা করে?

 

 

💙 আপনার সাহায্য একটি জীবন বাঁচাতে পারে।

🙏 দান করুন! দোয়া করুন! শেয়ার করুন!