পটুয়াখালির রাজিয়ার বাইপাস সার্জারিতে সহায়তা করুন

পটুয়াখালীর গলাচিপার রাজিয়া বেগমের বয়স ৬০ বছর। কঠিন হৃদরোগে ভুগছেন। ডাক্তারের পরমর্শ অনুযায়ী তাকে বাইপাস সার্জারি করাতে হবে। কিন্তু অসহায় রাজিয়ার চিকিৎসা করানোর মত না আছে আর্থিক সামর্থ্য, না আছে তেমন কোনো আত্মীয়-স্বজন। অপারেশনের জন্য তার দরকার ২ লাখ টাকা। রাজিয়ার চিকিৎসা সহায়তা দেয়ার জন্য সহৃদয় ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি।