[email protected]
+880 288 70 770

1st Floor, 113/B, Tejgaon Industrial Area, Dhaka-1208

Donate Now

অসহায় ক্ষুধার্তদের খাদ্য সহায়তা দিন

  • অসহায় ক্ষুধার্তদের খাদ্য সহায়তা দিন image
  • অসহায় ক্ষুধার্তদের খাদ্য সহায়তা দিন image

অসহায় ক্ষুধার্তদের খাদ্য সহায়তা দিন

আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। যারা মানুষকে খাবার প্রদান করে তাদের জন্য উত্তম প্রতিদানের ঘোষণা দিয়ে আল্লাহ তা’আলা বলেন, "তারা খাদ্যের প্রতি ভালবাসা সত্ত্বেও (অথবা আল্লাহর প্রতি ভালবাসার জন্য) মিসকীন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে। (আর বলে,) “আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাওয়াই, (এর জন্য) তোমাদের কাছ থেকে কোন প্রতিদান কিংবা কৃতজ্ঞতা চাই না।" (সুরা দাহর: ৮-৯)

 

ইনসানিয়াত প্রোগ্রামের আওতায় রমজান ও কুরবানীর সময় ২৮০০ লোককে খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি সিজেডএম ইয়াতিম, বিধবা, প্রতিবন্ধী, উপার্জনে অক্ষম এরকম ১৫১৫ জনকে প্রতি মাসে খাবার সরবারহ করে যাচ্ছে। বছরে এ জন্য প্রয়োজন হচ্ছে ৪ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে ৭০০ জনের জন্য বছরে ২ কোটি ১০ লাখ টাকার অনুদান পাওয়া গিয়েছে। বছরে আরো ২ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা প্রয়োজন। 

যে কোন সহায়তার  ক্ষেত্রে সিজেডএম মানুষের মানবিক মর্যাদার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই কোন সুবিধাভোগীকে সিজেডএম অফিসে এসে খাবার সংগ্রহ করতে হয়না, সিজেডএম রাসূল সাঃ-এর সুন্নাহ অনুসরণ করে সুবিধাভোগীদের বাড়ি গিয়ে খাবার পৌছে দিয়ে থাকেন। 

খাদ্য সহায়তাকে সহজ ও অর্জনযোগ্য করার জন্য আমরা মোট অনুদানকে তিন মাসের জন্য কয়েকটি ছোট ছোট স্লটে ভাগ করেছিঃ

  • শুধু ১ জনের জন্য খাদ্য সহায়তা লাগে বছরে ৩৬,০০০ টাকা
  • শুধু ১ জনের জন্য মাসে খাদ্য সহায়তা লাগে ৩,০০০ টাকা 
  • শুধু ১ জনের জন্য ৩ মাসে খাদ্য অনুদান লাগে ৯,০০০ টাকা

যাদের জন্য এখনো তহবিল সংগ্রহ করা সম্ভব হয় নি, তাদের মধ্যে শারীরিকভাবে অক্ষম আছেন ১৫ জন, ইয়াতীম ছেলেমেয়ে ৫০০ জন, ইয়াতীম সন্তানসহ বিধবা মা আছেন ২০০ জন, মসজিদভিত্তিক ইয়াতীম ও অসহায় ব্যক্তি আছেন ১০০ জন।

মানুষের মুখে খাবার তুলে দেয়ার এই মহতী উদ্যোগে আপনিও শামিল হতে পারেন --জন-ভিত্তিক, মাস-ভিত্তিক, এমনকি বছর হিসেবেও আপনার যখন যতটুকু ইচ্ছে  ও সামর্থ্যে সম্ভব।

 

"...আল্লাহ বলবেন, ‘হে আদম সন্তান! আমি ক্ষুধার্ত ছিলাম। তোমার কাছে খাবার চেয়েছিলাম। কিন্তু তুমি আমাকে খাবার দাও নি।’
অভিযুক্ত  আরজ করবে, ‘হে মহান অন্নদাতা! তুমি যেখানে সবার অন্নের ব্যবস্থা করো, সেখানে আমি তোমাকে কীভাবে খাওয়াবো?’ 
আল্লাহ বলবেন, ‘অমুক তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাও নি। তুমি কি জানতে না যে, তখন যদি তুমি তাকে খাবার দিতে, তাহলে তার পুরস্কার আমার কাছ থেকে পেতে?’ 
আল্লাহ বলবেন, ‘হে আদম সন্তান! আমি তৃষ্ণার্ত ছিলাম। তোমার কাছে পানি চেয়েছিলাম। কিন্তু তুমি আমাকে পানি দাও নি।’ 
অভিযুক্ত তখন আরজ করবে, ‘হে মহান তৃষ্ণা নিবারণকারী! তুমি যেখানে মহাবিশ্বের সবার তৃষ্ণা নিবারণ করো, সেখানে আমি তোমাকে কীভাবে পানি পান করাবো?’ 
আল্লাহ বলবেন, ‘অমুক তৃষ্ণার্ত তোমার কাছে পানি চেয়েছিল, কিন্তু তুমি তাকে পানি পান করাও নি। তুমি কি জানতে না যে, তখন তুমি তাকে পানি পান করালে এখন আমার কাছ থেকে এর পুরস্কার পেতে?’
— সহিহ মুসলিম, আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত 
Campaign ID: #1005
Started From: 15 March, 2025 02:11 AM
Ends On: 15 June, 2025 02:11 AM
Raised: 20645 Tk
Goal: 6285000 Tk
0%
88 Days Left
5 Supporters
Program

INSANIAT - Emergency Support

Have any question?
Contact Us