অসহায় ক্ষুধার্তদের খাদ্য সহায়তা দিন
ইনসানিয়াত প্রোগ্রামের আওতায় রমজান ও কুরবানীর সময় ২৮০০ লোককে খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি সিজেডএম ইয়াতিম, বিধবা, প্রতিবন্ধী, উপার্জনে অক্ষম এরকম ১৫১৫ জনকে প্রতি মাসে খাবার সরবারহ করে যাচ্ছে। বছরে এ জন্য প্রয়োজন হচ্ছে ৪ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে ৭০০ জনের জন্য বছরে ২ কোটি ১০ লাখ টাকার অনুদান পাওয়া গিয়েছে। বছরে আরো ২ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা প্রয়োজন।
যে কোন সহায়তার ক্ষেত্রে সিজেডএম মানুষের মানবিক মর্যাদার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই কোন সুবিধাভোগীকে সিজেডএম অফিসে এসে খাবার সংগ্রহ করতে হয়না, সিজেডএম রাসূল সাঃ-এর সুন্নাহ অনুসরণ করে সুবিধাভোগীদের বাড়ি গিয়ে খাবার পৌছে দিয়ে থাকেন।
খাদ্য সহায়তাকে সহজ ও অর্জনযোগ্য করার জন্য আমরা মোট অনুদানকে তিন মাসের জন্য কয়েকটি ছোট ছোট স্লটে ভাগ করেছিঃ
- শুধু ১ জনের জন্য খাদ্য সহায়তা লাগে বছরে ৩৬,০০০ টাকা
- শুধু ১ জনের জন্য মাসে খাদ্য সহায়তা লাগে ৩,০০০ টাকা
- শুধু ১ জনের জন্য ৩ মাসে খাদ্য অনুদান লাগে ৯,০০০ টাকা
যাদের জন্য এখনো তহবিল সংগ্রহ করা সম্ভব হয় নি, তাদের মধ্যে শারীরিকভাবে অক্ষম আছেন ১৫ জন, ইয়াতীম ছেলেমেয়ে ৫০০ জন, ইয়াতীম সন্তানসহ বিধবা মা আছেন ২০০ জন, মসজিদভিত্তিক ইয়াতীম ও অসহায় ব্যক্তি আছেন ১০০ জন।
মানুষের মুখে খাবার তুলে দেয়ার এই মহতী উদ্যোগে আপনিও শামিল হতে পারেন --জন-ভিত্তিক, মাস-ভিত্তিক, এমনকি বছর হিসেবেও আপনার যখন যতটুকু ইচ্ছে ও সামর্থ্যে সম্ভব।
— সহিহ মুসলিম, আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত
Program
INSANIAT - Emergency Support