থ্যালাসেমিয়া রোগীদের সেবায় এগিয়ে আসুন আপনিও !
বাংলাদেশে প্রতি বছর ৭ হাজারের অধিক শিশু জন্ম নেয় থ্যালাসেমিয়া নিয়ে। থ্যালাসেমিয়ার নিয়মিত চিকিৎসা ‘ব্লাড ট্রান্সফিউশন’ বা রক্ত স্থানান্তর। এছাড়া একমাত্র স্থায়ী চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন। কিন্তু নানাবিধ ঝুঁকি আর উচ্চ খরচের কারণে খুব কম ক্ষেত্রেই বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন করা হয়ে থাকে। এমনকি অর্থাভাবে অনেকে নিয়মিত চিকিৎসাও করাতে পারেন না। চিকিৎসা ছাড়াই মৃত্যু বরণ করতে হচ্ছে তাদের।
সিজেডএম থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সাথে যৌথভাবে থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় কাজ করছে ২০২১ সাল থেকে এবং বর্তমানে ৩০জন রোগীর চিকিৎসার দায়িত্ব পালন করছে । পাশাপাশি, সিজেডএম তাদের প্রকল্পাধীন যাকাত-গ্রহীতা পরিবারগুলোর থ্যালাসেমিয়া রোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতেও প্রয়োজন-অনুযায়ী সহায়তা দিয়ে থাকে।
-
এর চিকিৎসায় সাধারণত রোগীপ্রতি মাসে গড়ে ১০-১২ হাজার টাকা খরচ হয়।
-
রোগীপ্রতি বছরে খরচ ১,২০,০০০-১,৪৪,০০০ টাকা।
-
৩০ জন রোগীর জন্য বছরে খরচ ২৫-৩০ লাখ টাকা।
থ্যালাসেমিয়া রোগীদের এই কঠিন সংগ্রামকে সহজ করতে চলুন আমরা সবাই এগিয়ে আসি!
💙 আপনার সাহায্য একটি জীবন বাঁচাতে পারে
🙏 দান করুন, দোয়া করুন, শেয়ার করুন!
Program
FERDOUSI - Primary Healthcare