কার্ডিয়াক রোগীর চিকিৎসয় সহায়তা দান করুন!
কিছু শিশু মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় হৃৎপিন্ডের জন্মগত ক্রটি (যেমন- ছিদ্র-ভাল্ব জটিলতা, সরু রক্তনালী ইত্যাদি) নিয়ে জন্মায়। আবার কিছু শিশু পরবর্তীতে হৃদরোগ আক্রান্ত (রিউমেটিক ফিভার, ভাসকুলাইটিস, মায়োপ্যাথি) হতে পারে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ঢাকার কয়েকটি বিষেশায়িত হাসপাতালের মাধ্যমে আধুনিক ডিভাইস স্থাপন করে শিশু কার্ডিয়াক রোগীদের চিকিৎসায় সহায়তা করে থাকে। এছাড়া অধিকতর জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের সার্জারীর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ পর্যন্ত প্রায় ৪৫ জন শিশু কার্ডিয়াক রোগীকে সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এ বছর ৩০ জন শিশু কার্ডিয়াক রোগীকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য স্পন্সর পাওয়া গিয়েছে। আরো প্রায় ২০ জন রোগীর জন্য সহায়তা দরকার ।
১ জনের চিকিৎসা খরচের হিসাবগুলো এরকমঃ
- শুধু পিডিএ ডিভাইস = ৯৫,০০০টাকা।
- অথবা শুধু বিএসডি ডিভাইস খরচ = ১,২৫,০০০টাকা
- অথবা, শুধু হার্ট ফাউন্ডেশনের প্যাকেজ খরচ ১,১০,০০০ টাকা.
Program
FERDOUSI - Primary Healthcare