কে দেবে রুজি বেগমের কেমোথেরাপীর খরচ?
তিলোকপুরের সাদাসিধা এক নারী রুজি বেগম। ৫৫ বছর বয়সী এই দুঃস্থ ও অসহায় নারী নিরবে লড়াই করে চলছেন ব্রেস্ট ক্যান্সারের সাথে । এর অনেক আগে থেকে, বহুদিন ধরে ডায়াবেটিস ও সিওপিডি (ফুসফুসের রোগ ও শ্বাসকষ্ট) রোগে ভুগছেন এবং নিয়মিত ওষুধ সেবন করে যাচ্ছেন। সম্প্রতি তার বুকের ডান পাশে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে।
ডাক্তার তাকে ছয়টি কেমোথেরাপি নেয়ার পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যে একটি কেমো সম্পন্ন হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে । বাকি আছে আরো পাঁচটি কেমো যার খরচ টানা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
কেন?
কারণ --
- প্রতিটি থেরাপির খরচ প্রায় ১৩,০০০ টাকা।
- একেকটি থেরাপি দিতে হবে ২১ দিন পরপর।
- মোট খরচ প্রায় ৬৫,০০০ টাকা।
রুজি বেগমের অভাবের সংসার । বৃদ্ধ শ্বশুর, স্বামী, ছেলে, ছেলের বউ নিয়ে ছোট একটি মুদির দোকানের স্বল্প বেচাবিক্রি দিয়ে দিনগুলি গুজরান হয় কোনোমতে । এই অভাব ও অসুখের দিনেও সাধ্যমত পরিবার ও প্রতিবেশীদের বিপদে-আপদে সব সময় পাশে থেকেছেন। আজ চিকিৎসার ব্যয়ভার বহন করার দায় নিয়ে তার যন্ত্রণা হয়ে গেছে দ্বিগুণ দূর্বহ।
অনেকে মিলে সহায়তা দিলে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব কিছু হবে না, ইংশাআল্লাহ।
সেই উদ্দেশ্য সামনে রেখে আমরা রুজি বেগমের চিকিৎসার খরচকে একটু ছোট ছোট স্লটে ভাগ করে দেখাচ্ছিঃ
-
একজন ব্যক্তি একাই তার ২১টি কেমোর দায়িত্ব নিতে পারেন।
-
৫ জন/১৩জন/৬৫ জন ব্যক্তি সেই দায়িত্ব নিলে, দেখুন কত সহজ হয়!
-
আর যদি ১০০০ জন ৬৫ টাকা করে সাদাক্বাহ করেন?
-
অথবা, ৬৫০০ জন মাত্র ১০ টাকা করে?
সবার সম্মিলিত ছোট ছোট অনুদানেও আল্লাহ তায়ালা বারাকাহ এনে দিতে পারেন রুজি বেগমের সুস্থতার পথে।
কে আছেন, রুজি বেগমের পাশে দাঁড়াবেন? আল্লাহ রাব্বুল ‘আলামীন যেন আপনার রিযিকেও বারাকাহ দেন, আপনার ও আপনার প্রিয়জনদের সব বিপদ ও পরীক্ষাকে সহজ ও কল্যাণকর করে দেন সেই উসিলায়, আমীন!
চলুন, আমরা রুজি বেগমের সুস্থতার জন্য দোয়া করি!
Program
INSANIAT - Emergency Support
Category
- FERDOUSI