অসহায় ও ক্ষুধার্তদের খাদ্য সহায়তা দিন
আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। যারা মানুষকে খাবার প্রদান করে তাদের জন্য উত্তম প্রতিদানের ঘোষণা দিয়ে আল্লাহ তা’আলা বলেন, "তারা খাদ্যের প্রতি ভালবাসা সত্ত্বেও (অথবা আল্লাহর প্রতি ভালবাসার জন্য) মিসকীন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে। (আর বলে,) “আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাওয়াই, (এর জন্য) তোমাদের কাছ থেকে কোন প্রতিদান কিংবা কৃতজ্ঞতা চাই না।" (সুরা দাহর: ৮-৯)
- ইনসানিয়াত প্রোগ্রামের আওতায় সিজেডএম ইয়াতিম, বিধবা, প্রতিবন্ধী, উপার্জনে অক্ষম এরকম ১৫২৬ জনকে প্রতিমাসে খাবার সরবারহ করছে।
- এক্ষেত্রে জনপ্রতি ব্যয় ধরা হয়েছে ৩০০০ টাকা।
যে কোন সহায়তার ক্ষেত্রে সিজেডএম মানুষের মানবিক মর্যাদার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই কোন সুবিধাভোগীকে সিজেডএম অফিসে এসে খাবার সংগ্রহ করতে হয়না। বরং সিজেডএম-এর ফিল্ড অফিসাররাই রাসূল সাঃ-এর সুন্নাহ অনুসরণ করে সুবিধাভোগীদের বাড়ি গিয়ে খাবার পৌছে দিয়ে থাকেন।
মানুষের মুখে খাবার তুলে দেয়ার এই মহতী উদ্যোগে আপনিও শামিল হতে পারেন --জন হিসেবে, বা দিন হিসেবে, বা মাস হিসেবে, এমনকি বছর হিসেবেও আপনার যখন যতটুকু ইচ্ছে ও সামর্থ্যে সম্ভব।
Program
INSANIAT - Emergency Support